এই জীবনে জানা ও অজানা
কত যে পাপ হয়ে গেছে ওগো জমা
হইনি নিরাশ প্রভূ
জানি তবু আমায় করে দেবে গো ক্ষমা।।
কত যে ভুলের গড়েছি পাহাড়
রাখিনি আমি যে খবর তাহার
কত যে হুকুম তোমার হয়নি মানা
সবগুলো আজ বলতে ও পারবনা।।
তোমার ও পথের দিও গো দিশা
মিটাইয়ো পাপীর এ মনের তিয়াষা
সুপথে চলার দিও যে তৌফিক
সদা দিও গো হিম্মত খোদা।।
রহমতের ছায়া দিও সে' দিন
যে দিন ভুলে যাবে আপন
বাবা মা কি প্রিয়তমা ।।