এসেছে আজ সত্যের ঝড়
মিথ্যাবাদীরা কাঁপে থরথর
ইমানী শক্তিতে হও বলীয়ান
তাগুদীরা সব দিবে পিঠটান
আলো নিয়ে চল সব ঘরে ঘরে
সব ধর্মের সকলের তরে
অন্ধকার যাবে দূরে সরে
সত্যের সূর্য উঠিবেই প্রভাতে
তবে ভয় কেন ক্ষণিকের রাতে
চল জেঁগে উঠি তবে একসাথে
চলো ডেঁকে তুলি সব মুজাহিদে
গর্জে আরেকবার ।