ধর্ম ফোবিয়া আজ এক মানসিক অসুখের নাম ..
শোনোনি ধর্ম মানে দুনিয়া ও পরলৌকিক উভয় জগতের কল্যাণ..
এ কথা বুঝেও না বোঝার করছো কেন তবে ভান?
মানুষের কল্যাণ না হলে তা যে কোন ধর্ম হতে পারে না
সে কথা আজ তো জানা সবখানে দেখো সব অম্লান
কেবল তুমি হ্যাঁ, বলছি তোমাকে হে জ্ঞানের সমুদ্র ..
ইতিহাস পড়েছো কেবল হয়ত ফসকে গেছে সামান্য কিছু তার ঘ্রাণ
ইতিহাসের পেছনেও রয়েছে আরো অজানা অনেক লুকানো কিন্তু
তবু অবিদিত নয় দেখে নিও বন্ধু সে সবের উপাখ্যান
আমি বলব না সে সব দীর্ঘ সত্য মিথ্যার বলব শুধু তুমি
কেন থামাতে চাও বহমান নদীকে প্রকৃতীর মত ধর্মের যে গান
আজ জেনে গেছে বুঝে গেছে সব প্রাণ কেবল তুমি বাঁধ সাধ কেন
জ্ঞান পাপী হতে যাও ধরেছো টেনে পেছনের কলতান
কিসের অহম তোমার?শোননি জ্ঞানীদের বাণী..ধর্মের বাণী
না হয় অচ্ছুতই রইলো তোমার ফোবিয়া মস্তিস্কের বিপরীত বাণ
পৃথিবীর মহাজ্ঞানীরা করছে যেখানে জ্ঞানের সমুদ্র ধারে খুটছে
কেবলি কিছু অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বালি কণা সম সন্ধান
নেবুচাদনেজ্জার ভেঙেছে টেম্পল এক সিম্পল মানসিক রোগী
জলাতঙ্ক রোগীর মত ধর্মাতঙ্কে কেন তবে বিশ্ব কাঁপান
কেন বন্ধু কাদের প্রেসারে ভুগছো ডিপ্রেশনে মানসিক ডিসঅর্ডার
বর্ডার অতিক্রম করে কার স্বার্থে আজ এত উঁচু শান
দিচ্ছো কবিতার কোপ যেখানেই পাচ্ছ ধর্মের কোন নাম
কোনো সত্য গন্ধ পেলেই কেন নাপাক তোমার কাছে পবিত্র কোরান
“ লাকুম দ্বীনুকুম .." ছাড়া বাদ বাকি সব কেন পড় চুপি চুপি কার ভয়ে
তুমি গোপন করিছো সত্যেকে করিছো অপমান
শুধু বেছে বেছে এক চোখে তোমার ধর্ম যুদ্ধ? ভুলের গ্লানি
ভরা কালিমা মাখা কিছু বাছাই করা হিংসে মাখা জয়গান
কার কথা বলছো তুমি পৃথিবীর সোনা দানা নয় আমরা তো বলি
মানুষের চরিত্রের হোক সংশোধন হতে চাই বিবেকবান
মানুষ বলেই মানুষের ভুল হয়.. সে তো ধর্মের নয়
স্রষ্টার ভুল কি হয়? পড়নি "দ্যা কিং ক্যান ডু নো রং" ..কাদের আজান?
অথচ রাত দিন স্রষ্টার ভুল খুঁজে মরো? আর আর কত জ্ঞান পাপি হলে
সত্যকে বুকে নিয়ে দাগবে তুমি মিথ্যে কামান?
আমরা নই তোমরাই ধমকেছো. হুংকার দিয়েছো..নির্লজ্জের মত
অহম নিয়ে বলেছো বহুবার সত্যকে বলেছো তুমি থাম...
তোমার পবিত্র সব কবিতার প্রবেশ দ্বারে খিল দিয়ে রেখেছো
আমাদের পায়ে বিষ ছিলো? আমরা তো বন্ধ করি নাই নাদান
মূর্খ আমরা রেখেছি খোলা সত্যের বাতায়ন ভুল হলে কেন করবে গ্রহন
কারা পরমাণু অস্ত্র হাতে করে জবরদস্তি?আসমান
হতে আসা কোন কিতাব ভেঙে পড়েছে কবে তোমার মাথায় পাহাড়ের মত ভারী
ভেবেছো সরলের স্বাদ গরলের সমান?
সব ধর্মের সব সব ছিলো এই মাঠে তারা কি সব অন্ধ তারা কিছুই বোঝেনি এতদিন?
তুমি তবে রেফারী হতে চাও খান-খান করে এ কবিতার ভূবন অথচ এখনো আছো গায়ে দলীয় জার্সিটা পড়ে নিজেই করছো ফাউল যা অসমান
করো বিচার করতে এসেছো তুমি তো এক জোড়া চোখ
নিয়ে হয়ে আছো এক চোখা দৈত্যের মত তুলছো তুফান
বলতে বাধ্য করোনা... আমরা এসব চাইনি….তবু রাত জেগে জেগে কার খুশির জন্য
বড় বড় ডগরেল সাজান....
অন্ধ চোখ বন্ধ করলেও প্রলয় বন্ধ হয় না কাকের মত কিসের কূজন পাতা পাতা ছাতা আনো মাঝে মাঝে শ্মশান
সাজাও ধর্মের জন্য কেন এত নাকি কান্না তোমার? কবিতার দেবতা হবে কেউ বাঁধা দেয়নি তোমাদের চলুক চালান ...
কিন্তু ধর্মে বিষ ঢালো কেন? নিষিদ্ধ হয়নি আজো সত্য টিকে আছে প্রকৃতি নিজেকে বাঁচাতে জানে দেখনি কালে কালে তার ভুরি ভুরি রয়েছে প্রমাণ …..
বলো ভুল হলে মাথায় কবে আদর করেছো? বরং গুনে দেখো কয়েকটি দিবস অতিক্রম করেনি
অথচ ঘোলা তো করলে তবে সকলের পবিত্র সব কবিতার এই ফুল ফোটানোর প্রিয় ময়দান ?!