হে প্রভু, আমরা জানি কতটা জুলুম
করেছি আমরা নিজেদেরই প্রতি..
পাপীর প্রার্থনা জানি তুমি শোন তবু
তোমার রহমের কাছে আমাদের পাপ
কিছুইনা জানি... অনেক বিপদই
টেনে আনে আমাদের পাপ..
আমাদের লোভ..
আমাদের ক্ষমতার অপব্যবহার..
আমাদের আক্কেলহীন জীবন যাপন
আমাদের জ্ঞানপাপী মতলব..
এও জানি আমাদের ভুল
আমরা শুধরাইনা বলে তুমি শিক্ষা দাও
তবু এটাই সত্য ইতিহাস সাক্ষী-
'ইতিহাস থেকে শিক্ষা নিতে চায়না কেউ'..
হে খোদা, তোমাকে অস্বীকার করে
তোমারি বিধানকে অবজ্ঞা করে
তোমারি বিজ্ঞানকে সেকেলে বলে
তোমারি রহমতকে প্রকৃতির লীলা বলে
যারা প্রকারান্তরে তোমারি স্হান দখলে
নেবার কূটচাল চালে.. প্রমাণ প্রচার করে
তুমি নেই... তাদেরই বাঁঁচিয়ে দাও
নীল দরিয়ায় রমাসিস ফেরাউনের মত
অথবা বোঝাও নমরুদের মত
তাদের নিজেদের কূটচালে তাদেরি
ফেলে দাও প্রজ্ঞার সাথে..
অনেক নিদর্শন রয়েছে তোমার জানি
এ ভূমি এ আকাশ অথবা মহাশূণ্যের
ভেতর অথবা বাহিরে যার কল্পনা এখনো
করতে পারিনি আমরা মানুষ
কোনদিনো করতেও পারবোনা..
তবু তোমারি কাছে হাত পাতি..
ক্ষমা চাই.. বাচাও এ প্রিয় স্বদেশকে
তোমারি লেলিহান আগুনের গোস্বা থেকে
আমাদের পাপের আগুন দয়া করে
নিভিয়ে দাও চিরতরে প্রভু....
দেখিয়ে দাও সিরাতুল মোস্তাকিমের পথ
যে পথ অতি সোজা আর সহজ সরল..
লোভহীন নিষ্পাপ সেই নিরাপদ
সফেদ পথ আমাদের দাও...