নিখুঁত নিখিল এই ধরাতে
যেখানে যায় চোঁখ
বৃহৎ হতে ক্ষুদ্রতর-তিঁনি
সকল কিছুর চালক ।
পরমাণুকে ভাঙলে সেথা
শুনবে অনেক কণার ব্যাথা
জোড়ায় জোড়ায় ঘুরছে হেথা
কতযে গোলক ।
স্রষ্টা যিনি গড়েছেন ঠিক
জলের মাঝে শুকনো বদ্বীপ
আসলে সব একই প্রদীপ
সব তাঁহারই আলোক ।
মহাশুণ্যের অন্ধকারে
কত কি যে বেড়ায় ঘুরে
জানলে তোমার ধরবে মাথা
সীমানাহীন সেসব কথা
দেখলে তোমার চোঁখে
ওগো পড়বেনা পলক!
আলোর ভেতর শক্তি ভরা
তাও কি জানিতাম আমরা?
তাঁরই জ্যোতির কয়েক রতি
এ মহাবিশ্ব ভূলোক দূলোক ।