সারাটা জীবন যে মানুষটি
ভাবনার শিরীষ কাগজে ঘষে ঘষে
মানুষের হৃদয়ের জং তুলে
রং করে দিত যাতে আর
মরিচা না ধরে
সেই মহামতি আজ অতি
অসুস্থতা নিয়ে পিয়ে যায়
জনতার দোয়া ধোঁয়ার মত
উড়ে যায় মহাত্মার দিকে
লিখে রাখো রাখোো শিখে
বিফলে যায়না কভূ
প্রেমিক পাঠকের প্রার্থনা ।
তুমি আবার
হাসবে
গাইবে
খেলবে
কবিতার সাথে ষোল আনা ।