কথা হলো তাঁর সাথে
ফোনটা তুলতেই হাতে
কানে গড়িয়ে পড়লো
এক অকৃত্তিম উচ্ছল হাসি....
শুরুটা এমনি হলো
মনে হলো পিয়াসি
কি কথা শুনবো তার?
কোন কথা না বলে
শুধু শুনে যাই ছন্দ
ঝর্ণা ধারার ঐ সুগন্ধ
তরল জ্যোৎস্না ভেসে আসার শব্দ
অনেক কথা হলো.....যুদ্ধ জীবন শান্তি
আদর্শ আবেগ ইচ্ছে পাওয়া না পাওয়ার
ভ্রান্তি সব কিছু ছাঁপিয়ে তার সরল মোহিনী
হাসিটুকু রয়ে গেল অন্তরে
বিমুগ্ধতার আবেশ গেঁথে গেলো
আমার জীবনের অনিবার্য এক স্থায়ী
স্মৃতির পটে যা কখনো পুরোনো হবে না
অতীত হবে না পঁচবে না গলবে না
মুছবে না বুঝবে না আমি ছাড়া আর কেউ
তাকে হঠাৎ ভালোবাসলাম কেন?....

আজও প্রমাণ হলো কবিরা স্বর্গের
বিহঙ্গের মত তাঁরা সাধারণ হয়েও
অসাধারণ
তাঁরা এক সত্যের চুম্বক প্রতিবিম্বক
আমরা পাঠক লোহার মত হৃদয় নিয়েও
কাছে গেলে তাঁর আকর্ষণে হয়ে উঠি
কিছুটা চুম্বক কিছুটা কবি...!!!




(প্রিয় কবি চিত্ত রঞ্জন সরকার
এর সঙ্গে কথা বলার পর সামান্য
এক অনুভুতি থেকে..)