একদা বল্লেমঃ
অদৃশ্য তুমি অদৃশ্যেই থাকো
দৃশ্যমান কেন হতে চাও?
বুঝি না কিছুতেই!
নিরাকার থেকে কেন আকারে আসো
আবার নিরাকারে ফিরে যাও?
অদৃশ্য গর্জে উঠে
এক মস্ত ঢাউস চড়
তখন বসিয়ে দিলো গালে!
আমি থতোমতো খেয়ে
ভ্যাবাচ্যাকা খেয়ে
কিংকর্তব্যবিমূঢ়!হলেম এলেবেলে !
অদৃশ্য বলে উঠলেঃ
আমাকে অস্বীকার করে তুই
নিজেকেই তো করলি অস্বীকার!
ওরে জ্ঞান পাপি,
তুই ও তো একদিন অদৃশ্য ছিলি
ছিলি নাকি? দু' পেয়ে জানোয়ার!
আবার তুই অদৃশ্য হবি মূর্খ কোথাকার!
বর্তমান আর দৃশ্যমান চলে
ক্ষণিক সমান্তরাল
একটু পরেই মরে অদৃশ্য হবি তুই
ব্যাটা, হবি অতীত নিরাকার!
পাগল তুই!ছাগল ও ভালো
বোঝে নিজের ভালো
তুই তো আস্ত বলদ একটা
বলদও চায় আলো!!?
দৃশ্য থেকে অদৃশ্য দেখ মহাবিশ্বে
কে দখলে নিয়েছে বেশি?
হ্যাঁ? বল বল??
'মহাশূণ্যে' বলে তড়পাস কেন রে
তবে মাথা মোটা সুকেশী ?!!
তুই দেখনি স্রষ্টারে বলে
ভগবান কি রে কানা??
তোকে ঠিক কখন
দিতে হবে শিক্ষা
খোদার আছে তা জানা....!!
তোর মতো অমন নচ্ছার দুনিয়ায়
কতো এলো কতো গেলো
তাদের ফুঁৎকারে স্রষ্টার নাম
তবে? তবে কি রে মুছিলো?
যুক্তি তে নাই মুক্তি গাধা
মুক্তি মেলে ভক্তিতে
তাই তো মানব কপাল ঠেকায়
অদৃশ্য ঐ শক্তিতে
তার মানে তো নয় রে ভোলা
এই সমাজের দায়
রাষ্ট্র সমাজ পড়শি ও ঘর
সব করতে ধর্ম কয়
ধর্ম মানে বোঝো যারা
শুধু)রাম নাম মাখা চঁচু
ধর্ম নয় হে বুঝলি তবে
আস্ত যে এক কচু!!!