ধর্ম ঢাকে আপনি বাজে
বাজায় নারে কেউ
প্রভুর ঘরে ঢুকলে চোরা
কুকুরে দেয় ঘেউ!
কৃতজ্ঞতা আছে তারও
তবু 'কুকুর' ডাকি!
প্রভুর আলো বাতাস খেয়ে
তবুও 'মানুষ'(?) না কি?..!!!!....??????