এই যে রাত দিন চলছে আমাদের পাপ
আমাদের অভিনয় আমাদের ভালো মানুষির
খোলসে ঢাকা চকচকে চরিত্র নিয়ে
দিব্যি চলাফেরা
এই যে মুখে এক ফ্রেম প্রেম ভেতরে চলছে
আরেক পাপ অভিশাপ! এই যে প্রতিদিনই ধোঁকা
দিয়ে যাই সবাই কে বিবেক আটকাতে
পারে কি পাপ?..
আপন স্ত্রীকে মাকে সন্তান কে বাপ..!"
যে দিন আমাদের সব সত্যি হিড়হিড় করে টানতে টানতে
কিলবিলিয়ে বেড়িয়ে আসবে সব কীর্তি-কলাপ!!
জলের চেয়েও আরো বেশি স্পষ্ট হয়ে যাবে
আপন আপন প্রেয়সীর কাছে আমাদের
সব মন ভোলানো বাহারি কবিতার সংলাপ!!
আমাদের এই ভালো মানুষির ভেতরের ভয়ানক কালশিটে
মুখোশ উন্মোচিত হবে..
কে ছিলাম অমানুষ..? আর কে মানুষ..? তার বিস্তারিত
সমস্ত আশ্চর্য আর সুন্দর এক নির্ভুল রেকর্ডের সুনিপুণ ইতিহাস
অদৃশ্য হতে আস্তে আস্তে দৃশ্যমান হতে থাকবে সব গোপন বেফাঁস!
সে দিন কেমন মহা লজ্জার দিন হবে বলো?
আমাদের গোপন সব পাপ সব জেনে গেলো? তারা..
যারা একদিন জানতো আমাকে এক ধর্মিক
পুত্র স্নেহ বৎসল পিতা কেবলি
এক সৎ সহজ সরলা স্ত্রী ভক্ত স্বামী!!
মাতার সমুখে পুত্রের..বাবার সমুখে কন্যার.. স্বামীর সমুখে
প্রিয় ভার্যার সব গোপন নথি...
সবার সমুখে সবার ভালোমানুষি
কে কখন কোথায় কবে..?
সব একে একে প্রদর্শিত হবে!..
স্ত্রী একটু চোখের আড়াল হতেই
কার উপর ঝাঁপিয়ে পড়তাম
আমরা এই সব ভদ্র মানুষ(?)..
একটু চোখের আড়াল হতেই প্রতিবেশী যুবকের চোখে
জাগিয়ে তুলতাম প্রেম নামে অবৈধ ইচ্ছা..কোনো পতি আসক্তা স্ত্রী!..
সে সব যখন কেবলি নির্ভুলভাবে দৃশ্যমান হতে থাকবে।।
..একের পর এক....
যখন নিজেদের পরিণাম দৃশ্য ভাবতে ভাবতে
লাঞ্ছিত ঘৃণিত ভয়াতুর কম্পিত শরীর ঝর্ণার মতো
ঝরাবে তিক্ত হতাশ স্বেদ বৃষ্টি অবাধ!
জানবো না কখন
আতংকে আফসোসে বেহুশ মুখ কামড়াতে থাকবে
নিজেদেরই হাত
সেই দিন সেই মহা লজ্জার দিনে হে পাক জাত!
হে মহান রব দিও না আঘাত
সেই চরম বিচারের দিনে
হে মা'বুদ যেন তোমারই কাঠ
গড়ায় অপরাধী বেশে দাঁড়াতে না হয়
আমাদের দাও তৌফিক..নয়
আমাদের মনের ভেতর যখন আসে
কোন পাপ আসে অবৈধ কাম
অবৈধ ইনকাম ইচ্ছা বড়
তুমি রক্ষা কোরো...রক্ষা কোরো..
আমাদের ঈমান বড় দূর্বল! তোমারই সকাশে কেবল
চাই আশ্রয় প্রভু কাছে টেনে নাও
সেই মহা বিচারের দিনের বে'জ্জতি
আর যিল্লতি থেকে পানাহ্ চাই তুমি আশ্রয় দাও...