এই তো পড়ছে স্যালুট
নরম ও আত্নার পাশে শক্ত বুট
খটখটে সালাম পড়ছে পড়ুক
আমরা কেঁদে কেঁদে প্রার্থনা করি
জান্নাতি হয় যেন এই সব মানুষ;

গদগদে প্রসংসা ঝরছে ঝরুক
শান্তি পদকে ভূষিত করুক
খেতাবে খেতাবে ভরে উঠুক
যদিও এ সব চায় নাই
নিঃস্বার্থ ঐ বীর মুখ;

অপ্রিয় হলেও সত্য মিথ্যায় ভীড়
তবু কিছু বদমাশ প্রশ্নের তীর
ছুড়ে দিলে আশ্চর্য হবো না
এই মজলিশে
বিভেদ চায়না যারা তারাই তেল মালিশে
কেউ হবে পাক কেউ নাপাক গ্রন্থি
কেউ খুজে পাবে ছিল সে ধর্ম পন্থী
কেউ বা বলবে সে ছিলো অমুকের চেলা ও
হবে নানা তত্ব ও তথ্য গেলানো!
বীরের জীবন নিয়ে হবে বীরগাথা
তবে তখন থাকবেনা খুব সাম্যতা
এই যে এখনই যারা দিলো করতালি
তারাই ক'দিন পর করবে দলা-দলি
হয়তো ছুড়ে দেবে মুখ ভরা গালি!
তরাই পদক দিয়ে আবার
কাড়তেও পারে
চেতনার অভাব নেই তাদের ভান্ডারে!!
তবু আশ্চর্য হই না মোটেও হতে পারি না
জেনে গেছি তাদের ঐ চেতনার দ্বিচারিতা! ...




("সাম্য যেন সবার জন্য সাম্য হয়
সাম্যবাদে অসাম্য তো কাম্য নয়")