বুকেতে বন্ধু ব্যথা বড় আজ
চিনচিনিয়ে ওঠে
হৃদয়টা ক্ষত বিক্ষত হায়
অশ্রু আঁখি তটে।
মানবতা আজ মুখ থুবরে
পড়েছে মাটির বুকে
মজলুম তাই মরিছে বুঝি
মৃত্যু শুঁকে শুঁকে।
বিভৎস সব কায়দা করে
মারছে মানুষ হেসে
জলের মত রক্ত দেখি
যাচ্ছে কোথাও ভেসে!
বুকেতে বন্ধু কষ্ট চেঁপে
গোপনে কাঁদিরে আজ
কোনটাকে বলো শান্তি
বন্ধু কোনটাকে সন্ত্রাস???
চোঁখের সমুখে মরছে যখন
নির্দোষ মুসলিম
মানবতার ধ্বজাধারীগণ
কন্ঠ তুলিছে ক্ষীণ!
চিৎকার নেই চেঁচামেচি নেই
মুখে মুঁচকি হাসি ঠোঁটে
তাই,
বুকেতে বন্ধু ব্যাথা বড় আজ
চিনচিনিয়ে ওঠে।