জ্ঞান ধর্ম আর মানবতা
এসব কি বিচ্ছিন্ন কোন কথা?
এসব তো দেহ আর প্রাণ;
যার নেই জ্ঞান যে পাগল
তার তো দরকার হয় না
কোন ধর্ম মান;

যে স্রষ্টাকে অস্বীকার করে হায়
যে ধর্ম অধর্মের করে বিভাজন
মানবতাহীন যে তার পশুমন
পাশবিকতা তাকেই মানায় ;
জ্ঞানপাপী তারা তো মূর্খ তারাও
এক প্রকার পাগল তাই ধর্মটাও
তাদের নেই- তারা নাকি সাধু
মানবতাবাদী অথচ মিথ্যাবাদী
ওদের জন্য যদি দু-ভাগ করে
এনে দাও আকাশের চাঁদ
থামবে না তবু দিতে যে ওরা
ধর্ম কে অপবাদ!!