বলদ কিছু আছে দ্যাশে
নাইকো তাতে গলদ নাই
আকাশ না কি কাঁন্দে রে ভাই
বলতে দেখি জলধটায় !...
একটা তো নয় দশটা বউয়ে
করে নাকি ভক্তিরে
এমন মরদ তারাই আছে
কয় কত তার শক্তিরে!
বোকা যারা মজে তারা
পোঁকার মতন ঐ ফাঁদে
নানান রসের গপ্পো শুনে
তারাই পরে ফের কাঁদে ।
বলে সে লোক শোন রে হরি
কেমনে বিলাই রে মারি
বাসর রাতে ক্যামনে ব্যাটা
কি করেছে কয় তারই
হাজার হাজার গপ্পো বানায়
মিথ্যা কাড়ি আর কাড়ি!
কিসসা শুনে অবাক সবাই
কেউ বা টানে রে দাড়ি!
কেউ বা ছোটে স্বমেহনে
স্বকামে যায় সে বাড়ি...
বিয়ে নিয়ে আজ যুবাদের
দেখায় যে বা যারা ভয়
এই সমাজের শত্রু তারা
তারা কভু বন্ধু নয়।
অমন বলদ আছে সদাই
সংখ্যাটা নয় অপ্পো রে
কথায় কথায় মারে তারা
ছাড়ে খুবই গপ্পো রে!
বাক পটুতায় পাঁকা বড়
প্যাচাল তোলে তুঙ্গে তাই
আসল কাজে নকল তারা
সকলে যে পুঙ্গে ভাই!
পায়ে ধরি কেউ যেওনা
বলদেরি আস্তানায়
স্বমেহনে কেউ যেও না
স্বকামেতেও কেউ রে হায়
যে পাপেতে ধ্বংস জেনো
লুত আমলের সম্প্রদায়....