বিভৎস বিবেক খুবলে খায় আমাদের সুখ
এমনি অসুখ আজ পৃথিবীর অচেনা মুখ!
চলছে দেশে দেশে হরদম অস্ত্রের হিড়িক
মানবতা খুইয়ে তারা গড়ছে ধ্বংসের লিরিক।
মানুষ মানুষের রক্ত নিয়ে খেলছে অবাক হোলি
নানান ছুঁতোয় তারা আমাদের মারছে কেবলি
অসহায় নারী শিশুর গগণ বিদারী চিৎকার
সত্যে চুপচাপ জয় যেন চারিদিকে শুধু মিথ্যার।
তবে কি হারলোরে পবিত্র সব শফেদ মতবাদ?
তবে কি আটকে নিল মানুষকে দজ্জালি ফাঁদ??