সময়ের বিগ ব্যাংগ থেকে ছিটকে যাওয়া
এক নিউক্লিয়াসের আছড়ে পড়া তোমার
ঠোটের মৃত কোষে জিব্রীল থেমে যায়
হাবশী বিলাল চলে যায় খড়ম পড়ে
সবার আগে খটখট পায়ে সবিস্ময়ে
চেয়ে দেখে কোটরের কুটিলতাবাদ!
আলোর আলোর বেগে ভর ক্ষয়ে জন্ম
নেয়া শক্তিকে ঘিরে জাগে বিস্ময় স্বাদ!
তোমাদের ব্যবিচারী ভাবনার ব্যভিচার
দেখবে ঠিক একদা তাপীয় মৃত্যুর খাদ
মৌলবাদ জড় হয় মহাজাগতিক রশ্মি
হাতে গুণে দেখো পৃথিবীর সব বালুকণা
তার চেয়ে কত বেশি তারা জ্বলে আর
নিভে যায় তোমাদের মিথ্যারা প্রতিদিন
ফণা তোলে ধর্মের পায়ে বিষদাঁত ফোটে
ঈশ্বরের মানবাধিকার লংঘনে ছোটে কত
আমাদের বিষ মাখা তীর পৌছে না তো
তবু নমরুদ খুশি হয় রক্ত দেখে ইডিপাসি
চরিত্র শোনে না আব্রাহামের কথা হাসি
মস্করা করে খোদার পক্ষে এক ঝাক
মশা থেকে একটি মশাই যথেষ্ট মশাই!
অবাক! কাকের জিহ্বা যিহোবাকে তাই
গালি দেয় আল্লাহ এলোহিম আদোনাই
আছে মরতে তো আমাদের ভয় নাই...
ভয় নাই..ভয় নাই.......