আমাকে বোকা বলে সবাই
কি সব নাকি বলে যাই!
পরিকল্পনাহীন কোনো অঙ্গ রাখেনা
মানুষের শরীর জগৎ!
এই কর্ণ,নাসিকা,বাতাস ছাঁকার ফিল্টার লোমগুলি!
কেবলি আঁকাবাকা কর্ণকুহরের পথ!
জিহ্বার স্বাদ মাঁপা কোষে
আপোসের শপথ!
নির্দোষ চোখের পাঁপড়ি আর
নিষ্পাপ ভ্রু-যুগল;
কেউ ধর্মহীন নয়,নয় কর্মহীন দুর্বল!
কত আশ্চর্য্য দেহের ভূগল,ম্যাপ!
পাকস্থলীর অন্ত্রে বিশাল এক ল্যাব
প্রক্রিয়াকরণের মহাযজ্ঞ চলছে সকাল থেকে সাঁঝ;
অনৈচ্ছিক পেশীগুলো অলখে আলগোছে করে যায় কাজ!
আমাদের অলখেই ওজন স্তরখানা টানিয়ে দেয় ছামিয়ানা;
অতিবেগুনী রশ্মীগুলোকে পাহাড়া দেয় এক টানা।
এ সবই পরিকল্পনাহীন(?) নাকি ঘটে;
এমনি আজব আর বিদঘুটে গজব
থিওরী চলে;
"কুন ফা ইয়াকুন" বলে!
বাতাসে উড়ে আসে কবিতারা দলে দলে;
পরিকল্পনাহীন(?)সাঁজে চরণে চরণে স্তবকে স্তবকে মালা হয়ে
কবিহীন হৃদয়হীন মহাশূন্যের
অতলে!
এক বিগ ব্যাংগের বিশৃংখলা থেকে সুশৃংখল ছন্দ তাল লয় জন্ম হয়!!!
আমি নির্বোধ
তাই প্রশ্ন করি বারবার!
হাজার হাজার বছর আগেই
জ্ঞানীরা করে গেছেন যে সব সমাধানের কাজ;
সেই সব প্রশ্ন করি গন্ড মূর্খেরা আজ!
আক্ষেপে ভ্রুক্ষেপ নাই!
স্রষ্টা নাকি নাই!!!
এই গতকালকেও প্রমান হল তাই;
করিনা বাক্য ব্যায় করিনা অবহেলা!
জননীর কথায় মেনে নেই আমাদের
জন্মদাতা পিতা; অথচ,
প্রমান চাই শুধু স্রষ্টার বেলা??