যদি হুশ হয়!
হয়ত এসেছে তাই এই মহামারি!!
হয়ত বুঝবে মানুষ তাদের সীমানা
সব কিছুতেই মানুষ দখল
নিতে পারবে না পারবে না;
যদি হুশ হয়!
হয়ত এসেছে তাই এই মহামারি!!
আমরা সসীম তাই অসীমের দাসত্বকে
স্বীকার করতে হবে
স্বীকার না করে উপায় তো নাই;
কালে কালে এই ভাবে আসবেই
ঝড় কি বন্যা ও ভূমিকম্প,
সুনামি অথবা যে কোন নতুন
নামে মহামারী দূর্যোগ...
আমরা হয়ত ভুুুুলি নিজেদের সীমা
আমরা সসীম তা যেন ভুলে না যাই...
অসীমের থেকে মুক্তি চাওয়া
সে অসম্ভব আর বোকামি
আমরা চাই কি না চাই
স্বেচ্ছায় কি সে অনিচ্ছায়
মাথা নোয়াতেই হবে
অসীম অতুল মহাপরাক্রান্তের
পদরুপ মহাক্ষমতার তলে...
তবুও কেউ অবিশ্বাসী আর
কেউ রবে বিশ্বাসীদের দলে...
তাতে আর কার কি এসে যায় ?
আপন আপন কর্মের ফল
সে আপনাতেই বর্তায় !!!!