আমার বোনের মুখের হিজাব
নিয়েছিলো কেড়ে যে সব দেশ
আজকে তারাও পরছে মুখোশ
বলছে গুনের নাইকো শেষ!
সেদিন আমার বোনের লজ্জা
হাহাকারে ছিল নিঃস্ব যে..
আমার বোনের মুখের হিজাব
আজকে পড়িছে সারা বিশ্ব যে !
আমি বলি বেশ বেশ!
পড়ে দেখো যত অবিশ্বাসীরা
মুসলিম পড়ে যত বেশ-ভূষা
করে হেফাজত দেখা ও অদেখা
যদি বুঝে থাকো অবশেষ...
মুসলিম খায় যে হালাল যত যা
নেই ক্ষতি তাতে তোমার মতো তা
খাও তুমি পাও কাছে সবি তার
বোঝনি হালাল হারামে বিচার
আজ যদি বোঝ তবু সবিশেষ
কোরোনা রে মুসলিম বিদ্বেষ
আজ হও সাধু সাবধান....
কোরোনা তবে রে কোনদিন তুমি
কোরানের অপমান।
ভেবেছো ধর্ম শুধু বুঝি ধ্যান
আছে মোল্লার কতটুকু জ্ঞান
নেইকো তাতে রে কোন বিজ্ঞান
শুধুই জঙ্গিবাদে ভরা!...
ঐশী বাণী কি লিখেছে মোল্লা?
গলা ফেটে ফেটে করেছো হল্লা
আজ শুরু করো নতুন করে হে
ফের বোধদয় দিয়ে পড়া...
তবেই বুঝবে মানবতা তুমি
কোন বিজ্ঞান রহিয়াছে ঘুমি
অধর্ম না কি ধর্ম কে চুমি
হবে তুমি আগুয়ান..
এখনও সময় হলো না তোমার
আঘাত যখন সত্য বোমার
হানছেন রহমান...?
বিশ্বাস তুমি করো ভাইরাস
করো না তুমি যে সত্যের চাষ
বলে যাও তুমি নাই রে আল্লাহ
স্রষ্টার সাথে দাও রে পাল্লা
জেনে শুনে বারো মাস..
তাই মাঝে মাঝে হুশ ফিরে আনে
স্রষ্টার কিছু দাস(নাম তার ভাইরাস)!!...