আহা!আমাদের কথাগুলো বড় স্বার্থপর
তারপর ভাবনারা বেঁধে নিল ঘর ছেড়ে
গেলো পৃথিবীর কল্যাণ অথবা প্রকৃতির
অথবা মানুষের অথবা আত্মার দান ম্লান
করে মিথ্যারা চলে যাবে মৃত্যুর আহবান
কেউ এড়াতে পারে নি আজো আছে ঘি
মধু দুগ্ধ শুদ্ধ প্রকৃতি আর কৃত্তিমতাটি
ব্যবধান বুঝে নাও তুমি কোথায় লুকানো হাঁ
না চিৎকারের ও ভোটের ভেতর আছে যা
কিছু অকল্যাণ হাতের কামাই বোঝনিক তা
প্রকৃতির বিপরীতে নেই মানুষের কল্যাণ নেই
কেউ ধর্মহীন নেই নেংটার মতো উদোম যেই
সবারই তো আছে আপন আপন ধর্ম কর্ম
বর্ম আছে নিজেকে বাঁচাবার তুমি যদি চর্ম
ছিড়ে ফেল ধর্ম মেরে ফেল সে কি হবে জল
অতল তলেরও আছে তবু তল আর পাগল
তার ধর্ম পাগলামি করা আলোর ধর্ম সোজা
বাঁকা পথে নিয়ে গেলে হয় মতিভ্রম সে বোঝা
হয়ে ওঠে যায় নাক বোঝা আর আসল নকল
ধকল সয়ে বেঁচে থাকে তবু সব সত্য সকল..!!