প্রিয়তম, তোমাকে চাই বলে মানুষেরা উন্মাদ বলে
অথচ, তুমিই প্রিয় প্রভূ ইহকালে কি পরকালে
আকাশ সমুদ্র উদয়-অস্তাচলে
সবখানে তোমারি প্রেমের পাগল সকলে ।
অামি যদি তোমারি হই,
আর তুমি হও প্রভূ অমার
বিশ্ব নিখিলে তবে আমার মত বলো
আছে দাম কার?
আমি উন্মাদ হবো সকল যন্ত্রনা স'বো
তবু তোমারি হবো প্রভূ তোমারি হবো।
আমি কবিতা রচিব আর গানে গানে গা'বো
তুমি আমারি হবে আমি তোমার হ'বো ।