চৌদ্দশত বছর আগে নয় বরং ও সৃষ্টির প্রথম ভাগে শুরুতেই কলমের সৃষ্টি
হয়েছিল আর লিখেছেন স্বয়ং আদিতে লেখাগুলোর সমষ্টি মিষ্টি
তবু তোমাকে আমাকে আঘাত করে বন্ধু বোধের দৃষ্টি?সৃষ্টির
শুরুতেই স্রষ্টা বেছে বেছে তুমি আমি নষ্টার বিরুদ্ধেই তবে ওরে
ষড়যন্ত্র করেছিলো! আহা!তুমি আমি কত গুরুত্তপূর্ণ! বলো পৃথিবীর 'পরে!!
হ্যাঁ,তোমার আমার কাছে এমনই মনে হতে পারে! তখন তোমাদের আমাদের
কারো জন্ম তো দূর সৃষ্টিই হইনি কেউ কোনো পাড়ে!তোমার আমার মতো সাড়ে পন্ডিত
সেই প্রথম কবিতা সমগ্র পদ্য কি গদ্য ইতিহাস বিজ্ঞান অথবা যাই বলো ফেরাও সম্বিৎ
লওহে মাহফুজ থেকে তাদের মৌলিক যৌগিক সারাংশ এখনো সবার
কাছে আছে!..থাকবে..!!
তোমাদের আমাদের সকলের সব প্রশ্নের মীমাংসা হয়ে...স্রষ্টা জানতেন তুমি আমি
সুঁইয়ে খুঁচে খুঁচে বের করবো শুধু হানাহানি ভ্রান্তি!!তাই কি কৌশলে নাম রাখলেন
তার (ইসলাম)শান্তি!!!
তোমার আমার মতো ফেরেশতারাও কতো বলেছিলো "মানুষ বানাবেন না তারা
ফ্যাসাদ সৃষ্টি করবে!মারবে মরবে..
..বন্ধু মানো না! মানো না!
তারপর স্রষ্টা কি বললেন? "আমি জানি তোমরা তা জানো না.. "
তারপর সবাই মেনে নিলো শুধু ভাই মানলো না জ্ঞানের বড়াই আর অহমকারী এক
জেদের বশে ইগোতে কষে ঘাড়ে চড়েছিলো স্যাটার্ন!এখানেও গন্ধ পাচ্ছো তো কেউ
কেউ কোন ষড়যন্ত্রের প্যাটার্ন!?
এখনি আমি যদি সেই পবিত্র থেকেই কিছু পাঠ করি তবু...তবু
কারো না কারো তো গায়ে লাগবেই.. প্রভু!!
কারণ যুগে যুগে তোমার আমার মতো জ্ঞানপাপী পন্ডিত পৃথিবীতে আসে…..
আসবে চক্রাকারে ষট-ষড়যন্ত্রকরে
তাই কথাগুলো মিলে যায় তোমার আমার সবার জীবনের পাশে!
তবু ধানাই পানাই বলো এসব আমরা বানাই..!?
তুমি আমি সে সবের যখন অপবাখ্যা করি...
শুরু হয় ভুল বুঝাবুঝির হাতেখড়ি ..
পৃথিবীতে মানুষ রচিত কোনো গ্রন্থ চিরদিন হয় না জীবন্ত
সব মানুষের বোধে ধাক্কা দিতে পারে না!
কেউ না কেউ না..
পূর্বে পরে এমন কি আজ তুমিও পারো না..
আইনে যায় কি বাঁধা কারো হৃদয়? কারো না..
বন্ধু,সত্য তাই অপ্রিয় হলেও বলবোই সেই আদি গ্রন্থ
থেকেই বলবো আরো.. আমাকে এক্ষুনি ব্যান করো….
হবে?..হোক বিতর্কের তবু অবসান ..!!
কিন্তু!! নকুল কুমারও আজ গায় যার গান
তুমি আমি শুধু তর্কে তর্কে হবো হয়রান!!!!
আর,এনেছো বন্ধু চকচকে কিসের ইশতেহার??
আ ম্যাড ম্যান মেড.. আ ফাউল থ্রেট..!!
সৃষ্টির শুরুতেই স্রষ্টা দিয়ে তো রেখেছেন 'আ গ্রেট
চ্যালেন্জ'! আমিও বলি বন্ধু তোমাকে সালাম…
ইউ আর ওয়েলকাম অ্যান্ড চ্যালেন্জ অ্যাকসেপ্টেড...