ওরা যায় একের পর এক
কখনো হেঁটে হেঁটে
কখনো বা দৌঁড়ায়,
হাতে কাঁচা বাঁশের লাঠি,
কারো কারো হাতে
দেশীয় ধারালো অস্ত্র|
কুস্তির মতো অস্ত্র চালায়
রাস্তার উপর ঘর্ষন করে
আগুনের ফুলকি ছিটে দেয়,
কখনো নিজের অথবা
অন্যের শরীরেও আঘাত করে|
তাঁরা কষ্ট বুঝার চেষ্টা করে
কিভাবে কষ্ট দেওয়া হয়েছিলো
প্রিয় ইমাম হুসাইনকে |
ফাকে ফাকে ভ্যানে অথবা গাড়ীতে
জমকালো কিছু মসজিদের প্রতিকৃত্তি,
ঢুলিরা ঢোল বাজায় শান্তমনে
আর ছোট বাচ্চারা তালে তালে
লাঠি উচিয়ে নেচে যায় |
এভাবেই তাঁরা পালন করে
দশই মহরম,পবিত্র আশুরা,
এখানো কোথায় ধর্ম
কোথায় ইসলাম?
ইসলামে তো ঢোল বাঁজা নিষিদ্ধ
ইসলামে তো রক্তপাত নিষিদ্ধ,
নিজে নিজেকে আঘাত করার
মাঝে কোথায় ইসলাম?