ট্রেনের মতো জল ঝরছে
দু-গাল বেঁয়ে,
জলের ধারা ট্রেন লাইনের
মতো সমান্তরাল,যেন দু-নদ।
উসকো চুল আর শরীরে
বাঁলি চিক চিক করছে,
নখের ভিতরে ময়লার স্তুপ
শরীরের সবকটা হার গোনা যায়।
যে সময়ে চোখের কোণে
স্বপ্নেরা খেলা করার কথা ছিলো,
সে সময়ে তাঁর সবুজ চোখের
তারায় দাপুটে জল খেলা করে।
স্টেশনের বস্তিতে জন্ম তাঁর
লাইনের স্লিপারের মতো কঠিন
হৃদয়ের মানুষের সাথে বেড়ে ওঠা,
প্রফুল্ল তার নাম হলেও
বাস্তবে সে তা নয়।
জীবনের পথ যেখানে বন্ধুর
সেখানে কান্নায় কি লাভ?