জানা ছিলো না আমার
হয়তো এমনি হয়!
জীবন নামের খেলার মাঠে
নিয়তিই দলের অধিনায়ক।
আর তাকে নির্দেশনা দেন
আমাদেরই উপরওয়ালা।
অযাচিতো কিছু সংশয় নিয়ে পথচলা
দুখের উত্তাল সাগরে একা সাঁতার কাটা,
মানছি সবই নিয়তির খেলা।
মাঝে মাঝে হৃয়টা টুকরো টুকরো হয়
তবুও আমি আশবাদী,
নিয়তির খেলায় একদিন জয়ী হবই।
কিন্তু খুব কষ্ট লাগে তখন
রক্ত যখন রক্তকে চেনে না।