এইতো সেদিনের কথা চৈত্রের রাত ছিলো
রাতের আকাশে রুপোলী গোলক দেখা দিলো,
এক গোলকের আলোয় চারপাশ আলোকিত
কিন্তু সে রাতেই আমার চাঁদ হারিয়ে গেলো!
আকাশের ঐ রুপোলী গোলক
আমার চিরচেনা চাঁদ নয়,
আমার চাঁদটা হারিয়েই গেলো
সত্য হলো মোর সব ভয়!
চাঁদের সাথে আমার বড্ড ভাব জমেছিলো
রোজ রাতে তাকে চেয়ে দেখতাম আকাশ পানে,
আমার সারা দিনের রোজনামচা সে জানতো
আলাপ জমতো রাগ-অভিমান,গল্প-গানে।
চাঁদটাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছিলাম
দূর আকাশের ঐ আলোকে আমি কাছে চেয়েছিলাম,
সে আলোকে কাছে পাই সেই সাধ্য কি আছে আমার
তাই তো প্রকৃতির নিয়মেই একদিন তাকে হারালাম!
যে রাতে চাঁদ ঢেকে গেলো ঘণ কালো মেঘে
ভাবলাম আমাবস্যা সেই রাত আবার সে ফিরবে হয়তো,
পূর্ণিমা রাতের অপেক্ষায় কতো দিন গুনলাম
কিন্তু আমার চাঁদের ফেরার কোনো চিহ্ন নেই তো।
যদি জানতাম আমার চাঁদ হারিয়ে যাবে
প্রাণভরে দেখে নিতাম তাকে শেষবার,
তাকে দেখার ইচ্ছেরা আমায় কুড়ে খাচ্ছে
চাঁদটা কি কোনোদিন জানবে আমার হাহাকার?