শত খুন করে বেঁচে প্রাণভরে,
ভাবছো তুমিই দেশ?
শত শহীদের রক্তের উপর,
এইতো আছো বেশ।

চেয়ে দেখো কেমন বীরের বেশে,
বুক পেতে আছে আমার ভাই।
সেই বুকে কেনো চললো গুলি?
এ দেশটিই কি আমি চাই?

তুমি কাপুরুষ করেছো গুলি,
কার্ণিশে ঝুলছে লাশ।
আমি দেখছি লাশ তো নাই,
ঝুলছে আমার বাংলাদেশ।

মায়ের চোখে অশ্রু, বাবার হৃদয়ে চাপ,
সন্তানদের যন্ত্রণা, তবু তুমি নির্বাক।
সড়কে সমাবেশ, সমর্থনের ঢল,
স্বপ্নের সন্তানদের, সবাই সাথে চল!

হে স্বৈরাচার, শোনো এবার,
দেশ নয় তোমার দাসত্বের দ্বার।
শিক্ষার্থীদের প্রানের এ দাবিতে,
স্বাধীনতার সূর্য ঠিক উঠবে এক প্রভাতে!