মরচে ধরা জানলার কপাটের ওপারে
উঁকি দিচ্ছে ফাল্গুনী নীল আকাশ
আকাশে কি মরচে ধরে?
কে জানে?
আকাশ তো আর ছোঁয়া যায় না।

আকাশের নীল দেখেই মনে পড়লো
এ বিধ্বস্ত জীবনে এসেছিলে তুমি,
আকাশসম অফুরান প্রেম নিয়ে
সিন্ধু লহরীসম উত্তাল হৃদয় নিয়ে
একটিবার আঙুল ছুঁয়ে দেখার তৃষ্ণা নিয়ে
নিখুঁত নয়ন জোড়ায় ভালোবাসা নিয়ে
অন্ধকার জীবনের আলোকবর্তিকা হয়ে।

একি!
সূর্যাস্তে দেখি আকাশেও মরচে ধরেছে
ঠিক যেমন মরচে পড়েছিলো
তোমার আমার ভালোবাসায়।