এক বসন্তে তুমি এলে
বুনো শালিকের ডানায় চড়ে।
তুমি এলে,
গ্রীষ্মের দুপুরে যক্ষতরু হয়ে
বর্ষার বিকেলে কদম হয়ে
শরতের দিনে মেঘের শুভ্রতা হয়ে
হেমন্তের ভোরে জমা শিশির হয়ে
শীতের রাতে পেঁচার গান হয়ে!
তুমি ধীরে এলে, নিরবেই চলে গেলে
যেমন নিরবে হারিয়েছিলো নরসুন্দা.।
তোমার প্রস্থান আমার কাছে
হঠাৎ আসা মৃত্যুর মতো আকষ্মিক ছিলো না,
তোমার প্রস্থান আমার কাছে
ফুরিয়ে যাওয়া কৈশোরের মতো আচমকা ছিলো না।
তোমার প্রস্থান আমার কাছে ছিলো
মৃত্যুর মতো ধ্রুবক,চিরন্তন সত্য।
অবান্তর কিছু তুমি ভালোবাসো না
আমায় কেনোই বা বাসবে?
ভাঙা কিছুই তুমি কাছে রাখো না
আমায় কেনোই বা রাখবে?