আজকাল নিদ্রাকালে খেয়াল করিতেছি
স্বপনে তোমার অনধিকার আগমন,
সুপ্তি বিদায় হইতেই প্রস্থান করো
রেশ রহিয়া যায়, মোর অন্তরে হয় ক্ষরণ।
আমার পরান জুড়াইতো যে নয়নজোড়া
আর কোথা পাই আমি এমন গড়ন?
ওহে সুনয়নী আমার হৃদয় জুড়িয়া
শুধু তোমারই যে অবাধ বিচরণ!
এই যে তোমার স্মৃতিরা আসিতেছে
তুমি কেনো আসিতেছো না?
এই যে বাতাসে প্রেম ভাসিতেছে
তুমি কেনো ভালোবাসিতেছো না?