আমি হারিয়ে যাবো আকাশের ঐ নীলে,
পাখি হয়ে উড়ে বেড়াবো নির্দ্বিধায়।
আমি হারিয়ে যাবো সেই কাজলার বীলে,
পাতিহাস হয়ে বিরামহীন ভেসে বেড়াবো।
আমি হারাতে চাই পাহাড়ের ছোট্ট জুমঘড়ে
যেথায় মিশে যাবো পাহারের নিস্তব্ধতায়।
আমি হারাতে চাই পাহাড়ি বাঁশির সুরে
কাটিয়ে দেবো অসংখ্য উদাস দুপুর কিংবা রাত।
আমি হারাবো শ্বেত সমুদ্রস্রোতে
ভাসিয়ে দেবো মলিনতা আছে যত
আমি হারাবো প্রেয়সীর অশ্রুতে
সাড়িয়ে দেবো মনের যত ক্ষত!
আমি হারাতে চাই অগ্রহায়ণে ফসলের মাঠে
কৃষক হয়ে চিনবো ফসল তোলার আনন্দ
আমি হারাতে চাই নাম না জানা ঘাটে
মাঝি হয়ে ভাসাবো পাল তোলা নৌকা।