তোমার আমার দেখা হোক
কোনো এক বসন্তে।
বসন্তেই হোক কারণ,
ফুল তুমি ভালোবাসো।
তোমাকে ভালোবাসতে গিয়েই হয়তো
আমিও ফুলের প্রেমে পড়েছিলেম।

আমাদের দেখা হোক
এক শরতের সকালে কারণ
সাদা তুলোর মতন মেঘ কিংবা
কাশবন আমরা ভালোবেসেছিলাম।

তোমার দেখা যেনো আমি পাই
পৌষের কুয়াশাচ্ছন্ন গোধূলিতে
যেনো তোমাকে নিয়ে হারাতে পারি
হলুদ ফুলের মায়াবী অরণ্যে।

তোমার আমার দেখা হোক
চৈত্রের কোনো ভরদুপুরে
তোমাকে আমি দেখাবো
ফেঁটে যাওয়া মাটি
কিংবা তুমি বিহীন আমি।

আচ্ছা বর্ষায় যদি দেখা হয়?
ভিজতে পারবে আমার সাথে?