যদি কোনোদিন তোমার অবচেতনে
মনে পড়ে যায় এই শূন্য মানবকে,
আমায় তুমি নীল আকাশে খোঁজো
আমি এখন আকাশ জুড়েই থাকি।
যদি হঠাৎ বিকেলের স্নিগ্ধ বাতাসে
তোমার হৃদয়ে আমার ভাবনারা আসে,
তুমি আকাশের দিকে একটিবার দেখো
আমি তোমার ঐ আকাশেই উড়ে বেড়াই।
পৃথিবীতে যখন নেমে আসে চৈত্র
কাঠ ফাঁটা রোদে ক্লান্ত মনে আমায় যদি ভাবো,
তুমি পথের ধারের ঐ শিমুল গাছটায় খোঁজবে
আমি তুলোর মতো উড়ে বেড়াবো তোমায় মুগ্ধ করে।
যদি কোনো নিশ্চল ভোরে হঠাৎ ঘুম ভাঙে
ঘুম জড়ানো চোখে হঠাৎ আমায় মনে পড়ে,
চায়ের কাপ হাতে একটি বার ঐ বারান্দাটায় এসো
আকাশে তাকিয়ে দেখো আমি উড়ে বেড়াই পাখির মতো!
অভিযাত্রিক-২০২৪