তুমি বলেছিলে কবিতা লিখতে,

আমাদের চারপাশ নিয়ে যেন,
জীবন নামের কবিতা লিখি।
শব্দ ছন্দের মিল রেখে যেন,
মিষ্টি মধুর কবিতা লিখি।
তাইতো সারাদিন মনে মনে,
অজস্র শব্দ খুঁজি!

বৃষ্টি এলে বেখেয়ালে,
কদম ফুলের কবিতা লিখি।
জ্যোৎস্না রাতে চাঁদের সাথে,
ঝগড়াঝাঁটি'র কবিতা লিখি।

রাত্রি জেগে ঘুম ঘুম চোখে,
ছোট ছোট কবিতা লিখি।
সেই কবিতাই যেন আমি,
তোমার খুশির কারণ বুঝি।

কবিতা পেয়ে বড্ড খুশি হও,
প্রশংসা ও করো অনেক।
প্রশংসা পেয়ে মুগ্ধ হয়ে,
বাড়িয়ে যাই ছন্দের বেগ!

এমন অনুরোধ করো তুমি,
আমিও পড়ে যাই মায়ায়!
তাই এই কাব্যে সাধ মিটে না,
মন বলে আরো কাব্য দরকার।
শব্দ ছন্দের সমীকরণ মিলিয়ে,  
অগণিত কাব্যের জন্ম দরকার!

তোমার না কবিতা দরকার?