মুস্তাকীম বিল্লাহ

মানব জাতি আবাদি
নেই তার কোন শেষ,
শুরু হবে দীর্ঘ জীবন
না যেতেই নিঃশেষ।

খেয়ার পেয়ে শৈথিল্যেতে
যদি কর জীবন নাশ,
সুখের জীবন আখেরাত তবে
        হবে সর্বনাশ ।


জীবন কিস্তি সাবধানেতে
চালাও প্রিয় ভাই,
স্রোত তরঙ্গে ডুবে গেলে
বাঁচার উপায় নাই।

আরাম -আয়েশ যা কিছু
করিয়াছ তুমি ভোগ,
অবাধ্যতায় কাটিয়া জীবন
আনিও না দুর্যোগ।

এ দুনিয়ার দুঃখ -কষ্ট
শেষ হবে একবার,
আখেরাতের স্থায়ীক্লেশ
আসবে বারবার।

দীর্ঘ জীবনের ভিত্তি ভাই
ক্ষুদ্র এ জীবন ,
বুঝে আসবে তখন তোমার
যাবে যখন প্রাণ।

আশার পাহাড় দিয়ে বাদ
দ্বীনের পথে চল,
নির্ভীক বীর তুমি
সত্য কথা বল।

ঈমান-আমল লাভে যদি
ত্যাগ হয় তোমার প্রাণ,
তবেই তুমি নাজাত পেয়ে
      পাবে চিরমান।