আর কতোকাল থাকবে তুমি ডুবে ঘুমের মাঝে
সূর্য্য মামা হয়ে দুসর যাচ্ছে ডুবে সাঝেঁ।
জীবনের রঙ বদলানোর সময় যাচ্ছে ফুরে
থাকতে সময় কুড়িয়ে আন রত্ন মানিক ঘরে।
নদীর স্রোতে যাচ্ছে সময় জীবন থেকে চলে
তবুও একটু হয়না আফসোস তোমার পাষাণ দিলে।
হাজার কোটি পয়সা দিয়ে পাবেনা যাকে কভু
হালায় খেলায় দিচ্ছ ছেড়ে হুশ আসেনা তবু
পথহারা মাঝি তুমি চালাও এবার তরী
থামবেনা কভু না দেখিয়ে তোমার স্বপ্নপুরী।
ছেড়ে অলস হয়ে উদ্যোম চল লক্ষ্য পানে
না তাকিয়ে এদিক ওদিক চল নিরব মনে।