নিত্য দিনের ঘুরা ফেরায়
দুঃখ আমার সাথী
সবাই মিলে শুধু আমায়
কষ্ট দেয় দিন রাত্রি।
আপন যারা থাকে দূরে
পর যারা দূর দূর করে।
শত কষ্ট নিয়ে বুকে
চলছি আমি আঁকে বাঁকে।
কষ্ট হাজার বুকের ভিতর
জমাট বেঁধে আছে,
মনগহীনে দুঃখ পুষি
বলি যে কার কাছে।
অশ্রু ঝরে বলতে গেলে
আমার মনের কথা,
প্রমোদস্থলে বাড়বে শুধু
শত কষ্ট ব্যথা ।
আছি একা এটাই ভালো
সঙ্গলাভের চেয়ে,
নচেৎ সবাই জ্বালায় আমায়
একা একা পেয়ে।