আমার একটি কবিতার জন্য মুখ  চাই ,
ফর্সা ,কালো বা সানগ্লাসে ঢেকে যাওয়া মুখ নয়
মালগাড়ির চলন্ত চাকায় পিষে যাওয়া
ঝলসানো মুখ
আমার স্বপ্ন গুলোর জন্য একটা মুখ চাই
গোধূলির রঙতুলিতে আঁকা শরীরটা
আমি কবেই এঁকে  ফেলেছি
এবার
অন্ধকারের সিঁড়ি বেয়ে নেমে আসুক
একটা মুখ ।
আমার এলোমেলো শব্দ গুলোর জন্য একটা মুখ চাই
ভুল বানান গুলোর মধ্যে জামা খুলে
বত্রিশ পাঁজর একত্রিত করে দাড়িয়ে থাকা মুখ ।
আমার দত্তক নেওয়া জীবনে একটা মুখ চাই
ছেড়া তারে সুর না জীবনের মুখ ।
আমার আকাশের জন্য একটা মুখ চাই
রাত শেষে কুকুরের আর্তনাদে ঘুমোতে যাওয়া মুখ ।
আমার লেখার টেবিল , ভাঙা চেয়ার , আর ফাউন্টেন দোয়াতের জন্য
একটা মুখ চাই
তুলসী প্রদীপে জ্বলে যাওয়া নিস্পলক ,নির্বাক একটা মুখ
শুধু একটা মুখ ...............
মূক মুখ চাই ।