রাজপথে এখন পিঁপড়েদের ভিড়
ইউরিয়ার ঝাঁঝে নাখ বন্ধ
হাঁটছি ত্রিফলকের আবছা আলোতে ।
কলকাতা নাকি লন্ডন হবে
তাই সাজছে গঙ্গার তীর, আর হাফাচ্ছে বুড়ো স্টিমার
স্টিরিওতে বাজছে গমগমে জ্যাজ
শব্দে মাতাল মিষ্টি অ্যালকোহল
“ দাদা সামনে পরীক্ষা , সাউন্ডটা ......”
পুকুরপারে ভাসে অতৃপ্ত জ্যান্ত লাশ
আর অনিদ্রায় ধুয়ে যায় কর্নিয়া ।