তারপর
আর একটা সকাল আলোর চাকায় ভর করে এসে
ভিজিয়ে দিয়ে যায় মাটি ।
রৌদ্দুস্নানে গোলাপি মুখখানি
ঢেকে যায় কালো কাপড়ে ।


খটখট শব্দে হুইসেল বাজিয়ে ট্রেনটা যখন রওনা দিল
তুমি চাতক পাখির মতো চেয়ে রইলে
গলতে থাকলে মোমের মতো
একটু একটু করে

দিনান্তে বলে রাখি
ঝিনুকের ভিতরে ভালবাসা আমি খুজিনি
ভালবাসা পেয়েছি তোমার লেপটানো নেল্পালিসে
মধ্যরাত্রি, শেষ বেলায়
ভালোবাসা লুকোতে চেয়েও লুকোতে পারলে কি ?