সমুদ্রপারে বসে ভাবছি নদীটার কথা
আপনি আস্ত একটা নদীকে পকেটে নিয়ে ঘুরেন
ভাবতেই
গায়ে কাটা দেয়

কাল সন্ধ্যে বেলা অনেক ঝিনুক কুড়িয়েছি জানেন
সাদা , কালচে , কোনটা বা সোনালি ।
আচ্ছা, ঝিনুকের ভেতরে কি কখনো হৃৎপিন্ড দেখেছেন ?
বা আরব্য রজনীর অলিখিত ভালবাসা ?

বালির উপর নাম লিখেছি
সে এক রকমের কাটাকুটি খেলা বলতে পারেন
আমি যতবার লিখি
ঢেউ এসে ততবার মিশিয়ে দেয় ।

সূর্যাস্ত দেখার সময় আপনাকে খুব মনে পড়ছিল
নাহ, আপনাকে আমার ভালবাসায় জড়িয়ে ফুরিয়ে দিতে পারব না ।
আপনি হলেন নতুন রঙ
আর আমি
দিগন্ত রেখায় মিলিয়ে যাওয়া হলুদ আলো
মৃত আলোকে ভালোবেসে আর কখনো
সীমাবদ্ধ হয়ে যাবেন না যেন ।