চলন্ত ট্রেনের দরজায় দাড়িয়ে তোমার চিঠি পড়ছি
চন্দনের গন্ধটা এখনো লেগে আছে প্রতিটা অক্ষরে
শব্দগুলো নিজেদের ভোল পাল্টে
তোমার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলছে ।
আর সেই প্রতিচ্ছবিতে ধ্বনিতে হচ্ছে
আমার প্রত্যাশিত কিছু কথা ।
নাহ , মধ্যরাত্রি আমি তোমাকে চিনতে ভুল করিনি
তুমি হলে স্বপ্নের রঙতুলিতে আঁকা সেই মেয়ে
যাকে হাজার বৎসর ধরে খুঁজেছি
স্বপ্ন ফেরি করে ।
আমি আমার মনফড়িং –এর দেশ নিয়ে আসব
তুমি অপেক্ষা করতে বলো তাকে ।
মধ্যরাত্রি ,
সবার কথা ভাবার জন্য তোমার অনেক সময় থাকে
আমি জানি,
জীবনের বাকি সময়টুকু আমার সাথে কাটাতে পারবে ??
পারবে , এই বাউন্ডুলে জীবনটাকে তোমার রঙে রাঙিয়ে দিতে ?