স্পর্শরেখা গুলো
ধীরে ধীরে সজীব হয়ে উঠছে
ঘিলু কম্পিত ধ্বনি দাড়িয়ে আছে
আর একটা পেঁচার নৃত্য দেখবে বলে ।
অতীতের সাথে বাস্তব কে হেঁটে যেতে দেখে
রামধনুর অষ্টক রঙে সুর তুলেছে ঝিঝি পোকা ।
অথচ তুমি আর আমি এখনও ফুটপাতে শুয়ে
আর অন্যদিকে
পৃথিবীর পিঠ পুড়ছে ।