জেলার নাম পটুয়াখালী বাউফল থানা নামে,
বিরল এক ঘটনা ঘটে মাধব পুরের গ্রামে।
সেই ঘটনা বলছি আমি শুনেন দিয়া মন,
আপন মানুষ পর হতে ভাই লাগে কতক্ষণ?
বাপের সমান চাচা যখন স্বার্থ লোভে পরে,
ছেলের ন্যায় ভাতিজার সাথে বেইমানি সে করে।
তখন বুঝি খোদার আরশ কাঁপে থরো থর
তবু জালিম চাচার মনে লাগলো না গো ডর।
মোতালেব ও জাফর মৃধা আলামিনের চাচা
ভাতিজাকে হত্যা করে আপন প্রাণ টা বাঁচা
এমন চাচাদ্বয়ের কাণ্ড বলছি ছন্দ তালে,
ঘটনা টা ঘটছে গ্রামে দুই হাজার তেইশ সালে।
ডাকাত দলকে বলে হাতে হাত রেখে দুই চচা,
আলামিনের হাত থেকে এই জমি খণ্ড বাঁচা।
বললো ডাকাত নগদ কিছু টাকা হাতে পেলে,
দেখে নেবো আলামিন তাঁর কেমন বাপের ছেলে!
নগদ টাকার শর্তে রাজি আপন চাচা দ্বয়,
টাকার লোভে খুন করিতেও পায় না তারা ভয়।
বিড়াল যেমন খাপ ধরিয়া ইঁদুর ধরে রোজ,
তেমনি তারা সময়-সুযোগ করতে থাকে খোঁজ।
হঠাৎ করে সামনে তাদের আসলো এমনদিন,
নির্মম ভাবে খুন হলো ভাই নির্দোষ আলামিন।
ধ্বনের লোভে মারলো চাচা আপন ভাতিজাকে,
কেমনে জাতি বুঝ দিবে তার জনম দুঃখী মাকে?
পুত্র শোকে কাঁদছে মায়ে কাঁদছে নিশি-দিন,
কই গেলিরে কলিজার ধ্বন বাছা আলামিন।
মরার পরে সারে তিন হাত জমি হবে বাড়ি,
তবু কেনো সম্পদ নিয়ে এতো কাড়াকাড়ি?
জুলুম করে পরের জমি কাড়লে বাহু বলে,
রোজ হাশরে জমির মালা ঝুলবে তোমার গলে।
চলো সবাই তওবা করে সকল গুনাহ্ ছাড়ি,
জান্নাত হবে তোমার আমার চির সুখের বাড়ি।