প্রতিদিন রওজা মোবারকের কান্নার আওয়াজ আমার হৃদয় ভাসায় !
কবে শেষ হবে কান্নার সেই রোল
বাঁচি সেই আশায় !
চোখের সামনে মরছে মুসলিম গাজায়
তোমায় আমায় কি তা কখনো কাঁদায় ?
দিন যায় যুগ যায় শেষ হয়না আর নির্যাতন
সকল মিলে কি তাদের করা যায় না বিতাড়ন ?
এতো মুসলিম মিলে যদি পারি না রুখতে
তাহলে বাঁচার কি বা প্রয়োজন আছে ?
কোন মুখে দাঁড়াবে হাবিবের সামনে
এটা কি ভেবেছিলে কখনও ?
মুসলিম নামে দিচ্ছ পরিচয়
কেনো তবু ভয়ের জগতে রও ?
উম্মাহকে বাঁচিয়ে করি বিজয়ের শির
সারা বিশ্ব বিষ্ময়ের চোখে দেখুক এ জাতি বীর।