গোনাহে ভিবুর এ হেন পাপি
রহমের প্রভু করেন মাফি।

হিসাবের পাল্লা এতো যে ভারি!
তোমার দয়ায় পুল দিবো যে পাড়ি?

কৃপা করে কুরআন করেছো যে দান
রক্ষিতে পারবো কি তার মহিমান?

জানি তুমি নিজেই এর হেফাজতের মালিক,
ভরসায় ঠাঁই পাই, ভীত নই কালিক।

হাশরের মাঠে লাখো মানুষের ঝাঁকে
হাফেজের সাথে মোরে নিও গো ডেকে।

সিনার কোরআন রাখো এ সিনায়,
হুজুরের দোয়ার আলোর প্রভায়।

অবশেষে কবুল করো মোর মিনতি,
পরকালে নাহয় মোর কি হবে গতি?