রূপময় দুনিয়ার রূপের জালে
কত হৃদয় আটকা পড়ে আগুনে জ্বলে !

রূপ আর ব্যাবহারে তফাৎ যথা
আসল পরিচয় আছে কোথা !

রবের কাছে এ মিনতি মোর
রূপ বা অরূপ হেন করি পর
আখলাকে যেন থাকে ভালো
জ্বলে উঠে যেন ঈমানী আলো।

দুনিয়ার  জীবনের কাঙ্গালি নই
লোকের কাছে তবু ঘৃণিত না হই।

সাদা রঙের ভিতর কতই না কালো
ত্রিহাত মাটির নিচে কে থাকে ভালো !

বড় রুগ সেটি তব
জনম হয় যা অন্তরে।
শিফা দাও মোরে প্রভু
সেই রুগ হতে অতিদূর প্রান্তরে।