জন্মেছি যখন মর্ত্যলোকে
হারাবার ছিলো কি কিছু?
পাপবিনা দুই নিষ্পাপ চোখে
ফের-টান ছিলো কি পিছু?

সীমাহীনা রবকে চিনেছি যখনই
নিয়েছি আপন করে।
তুলনা হয় না সে-প্রভুর কখনই
বিশ্ব নত যার তরে।

আকাশে বাতাসে পানিতে মাটিতে
জপে তোমারই নাম।
দিবস রজনী যায় যে কাঁদিতে
বাড়ে যদি মোর দাম !

যেথায় যেখানে জমিনে থাকি
আসিব তোমারই কাছে !
দুনিয়ার যত পশু-পাখি
জিকিরে মগ্ন আছে।

নগণ্য এক বনি আদম আমি
কেমনে দিব যে পাড়ি?
মরণকালে তওবা করে
এ-দুনিয়া যাব কি ছাড়ি ।