ওগো নূরে আলম, রাসূলে আকরাম !
স্পর্শ লভে কি তব উচ্চ মাকাম ?

অশান্ত এ মন শান্ত হতো
তুমার দিদার যদি পেতো।

গোনাহে বিভোর এ হেন পাপী
মন-প্রাণ তবু তব কদমে সপী !

একবার যদি পাই দিদার তোমার
শান্তিতে লীন হতো দিল আমার।

বদন মোবারকের ঝলকিত নূর
সকল ক্লান্তি মোর করে দিত দূর।

দিবানিশী কাটে মোর এহেন আশায়
সুসংবাদ কবে যে মোর হৃদয় ভাসায় ?

ওগো রাসূলে আকরাম
তুমার কতই উচ্চ মাকাম !