তোমার বুকে জড়িয়ে ধরো আমাকে, আরও জোরে
                  তৃষ্ণা মেটাও
ভাস প্রথাগত অনুভবে
                  তৃষ্ণাকে ভাসাও
যুক্তি আছে, তর্ক আছে, সমালোচনা আছে
তবু ভালবাসা চিরন্তন ।
তোমার হৃদ মাঝে আছে হ্রদ-মায়াজল
           তৃষ্ণা মেটাও !



তৃষ্ণার কি জাত-পাত আছে ,
উচ্চ-নীচ আছে!
সে তো জলেরই অনুগামী ।
সারাজীবন আমি নিজেকে পুড়িয়েছি
ছাই গুলো উড়ছে -
ঢুকে যাচ্ছে অনেকের ধমনীতে
পুড়িয়েছি ধর্ম , পুড়িয়েছি গোত্র
পুড়িয়েছি সংকীর্ণমনা
আমার দগ্ধময় জীবনে তৃষ্ণার্ত বুকের
তৃষ্ণা মেটাও হে কঙ্কনা !